সিলেট বিভাগ

সিলেটে করোনায় রেকর্ড শনাক্ত ৬০২, মৃত্যু ৭

সিলেট, ১১ জুলাই- দেশজুড়ে করোনা মহামারি বৃদ্ধির ফলে সিলেটেও প্রতিদিন করোনা শনাক্তের নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে আরও ৬০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার সিলেটে ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল; যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল। সেদিন সিলেটে প্রথমবারের মত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত চারশ’ ছাড়িয়েছিল। রোববার এক লাফে শনাক্তের সংখ্যা ৬০০ এর গণ্ডি অতিক্রম করল। এই সময়ে পুরো বিভাগে করোনা শনাক্তের হার একটু কমে হয়েছে ৪১ দশমিক ৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২১৫ জন, সুনামগঞ্জের ৮৮ জন, হবিগঞ্জের ৮৭ জন ও মৌলভীবাজারের ১৪২ জন রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে রোববার সকাল ৮টার পূর্বের ২৪ ঘণ্টায় সিলেট জেলায় শনাক্তের হার ৪১ দশমিক ৫৫ শতাংশ, সুনামগঞ্জে ৩৩ দশমিক ৭২ শতাংশ, হবিগঞ্জে ৩৯ দশমিক ১৯ শতাংশ ও মৌলভীবাজারে ৫৩ দশমিক ১৮ শতাংশ।

সর্বশেষ মৃত ৭ জনের মধ্যে ৬ জন সিলেট জেলার এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত সিলেটে করোনায় ৫২৪ জনের মৃত্যু হলো।

এখন পর্যন্ত সিলেটে ২৯ হাজার ৫৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; এদের মধ্যে ২৪ হাজার ৮৭২ জন সুস্থ হয়েছে। বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ৩১৩ জন ভর্তি আছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button