ঝিনাইদহ

ঝিনাইদহে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ মৃত্যু

ঝিনাইদহ, ১১ জুলাই – ঝিনাইদহে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৪ জনসহ মোট ৭ জন মারা গেছেন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের সিভিল সার্জন. ডা. সেলিনা বেগম।

তিনি জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ৩৪৬ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৬০ জন।

সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, গত একদিনে ৩৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় ৫০ জন, শৈলকুপায় পাঁচজন, হরিণাকুন্ডুতে ২৬ জন, কালীগঞ্জে ১৫ জন, কোটচাঁদপুরে ২৫ জন ও মহেশপুরে ২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত সদর উপজেয়ার মোট আক্রান্ত হয়েছে সদর উপজেলায় ২ হাজার ৫৪৬ জন, শৈকুপায় ৭৩৫ জন, হরিণাকুন্ডুতে ৪৩৮ জন, কালীগঞ্জে ১ হাজার ০৫৫ জন, কোটচাঁদপুরে ৪৭৫ জন ও মহেশপুরে ৪১১ জন আক্রান্ত হয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১১ জুলাই

Back to top button