ঢাকা

রাজধানীর চাঁদনী চকের বলাকা ভবনে আগুন

ঢাকা, ২১ অক্টোবর- চাঁদনী চকের বলাকা ভবনে অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

আরও পড়ুন: মসজিদের সামনে ফেলে যাওয়া শিশুর পাহারায় শিয়াল-কুকুর!

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পাঠানো হয়। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানীয়ভাবে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে চাঁদনী চকের বলাকা ভবনের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকান থেকে বের হয়ে যান। এছাড়া আশপাশের ব্যবসায়ীরা মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ অক্টোবর

Back to top button