মেসির উল্লাসের দিনে নেইমারের চোখে জল
লিওনেল মেসি যখন ট্রফি হাতে নেয়ার অপেক্ষায় উল্লাসে ব্যস্ত, তখন কাঁদছেন নেইমার জুনিয়র। তার চোখের কোনায় জল। একটা শিরোপার খুঁজে ছিলেন তিনিও। মরিয়া ছিলেন কোপা আমেরিকার ট্রফি জিততে।
রোববার অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। এর মাধ্যমে ২৮ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল আর্জেন্টিনা। আর মেসির জাতীয় দলের হয়ে এটিই ছিল প্রথম শিরোপা।
অন্যদিকে নেইমারও আশায় ছিলেন এই শিরোপা জয়ের। তিনি যদিও ফাইনালে আর্জেন্টিনাকে চান বলে জানিয়েছিলেন। কিন্তু আসলে চাইছিলেন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করতে। কিন্তু তা হয়নি। একদিকে যখন স্বপ্নপূণের উল্লাস। আরেকদিকে তখন হতাশায় ঘিরে থাকা মুহূর্ত। তাতেই কাঁদতে দেখা যায় তাকে।
এই কান্না নিশ্চয়ই একদিন রূপ নেবে হাসিতে। ট্রফি উঠবে নেইমারের হাতে। এর জন্য অপেক্ষা করতে হবে সমর্থকদের।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১১ জুলাই