চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যু ১১, শনাক্ত ১৪৩
চুয়াডাঙ্গা, ১১ জুলাই – চুয়াডাঙ্গায় একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনসহ মোট ১১ জন মারা গেছেন। এ দিন নতুন করে আরো ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫শ ৪৯ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্র।
বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী ১ হাজার ৮৩০ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১২৩ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৭০৭ জন।
শনিবার রাতে স্বাস্থ্য বিভাগের কাছে ৪৬৬টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৪৬ জন, আলমডাঙ্গার ৩০ জন, দামুড়হুদার ২৯ জন এবং জীবননগরের ৩৮ জন রয়েছেন।
নতুন ৪২৩ জনের নমুনা এ পর্যন্ত মোট ১৬ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ১৬ হাজার ৩০২ জনের।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নাম ঠিকানা প্রকাশের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১১ জুলাই