শেরপুর

শেরপুরে এক দিনে সর্বাধিক ১১৩ জনের করোনা শনাক্ত

কাকন রেজা

শেরপুর, ১১ জুলাই – শেরপুরে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৩ জন। মৃত্যু হয়েছে দুজনের। শনিবার রাত ১০টায় শেরপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে এমনটি জানানো হয়েছে।

সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ শনিবার রাতে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় শনাক্তের সংখ্যা ১১৩ জন। এদের মধ্যে জেলা সদরেরই ৭৩ জন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্তের দিক থেকে এটাই সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জন।

সিভিল সার্জন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তের হার ৩৪ দশমিক ৬৬ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ২২১৯ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৯৯৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৯৪ জন।

সূত্র : এনটিভি
এন এইচ, ১১ জুলাই

Back to top button