কুমিল্লায় করোনা কেড়ে নিল ইউপি চেয়ারম্যানের প্রাণ
কুমিল্লা, ১১ জুলাই – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেম সরকার (৬৮)।
শনিবার (১০ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর গ্রীন লাইফ হসপিটালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবুল হাসেম উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের পদে রয়েছেন। এছাড়াও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
এদিকে, আবুল হাসেমের মৃত্যুর সংবাদে দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনসহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.শহিদুল ইসলাম শোভন শনিবার রাতে জানান, গত সপ্তাহে চেয়ারম্যান আবুল হাসেম সরকারের করোনা পজিটিভ আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার গ্রীন লাইফ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১১ জুলাই