নারায়নগঞ্জ

সেজান জুস কারখানায় আগুন: ধসে পড়ছে ভবন, ঝুঁকিপূর্ণ ঘোষণা

নারায়ণগঞ্জ, ১০ জুলাই – ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুসের পুড়ে যাওয়া ভবনটি ধসে পড়তে শুরু করেছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৯ জুলাই) সকাল থেকেই কারখানায় চলে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। দুপুরের দিকে পুড়ে যাওয়া ভবনটিতে একপর্যায়ে ছাদের একাংশ ধসে পড়তে শুরু করে। এসময় ভবনটিকে বিপদজনক বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা জানান, সকাল থেকে ভবনে উদ্ধার কাজ চলার একপর্যায়ে দুপুর থেকে একপাশে ভেঙে পড়তে শুরু করে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনে ভবনের অনেক ক্ষতি হয়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে ভবনটি।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের মালিকানাধীন হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ছয়তলা কারখানা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার পরপর ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারান তিন শ্রমিক। সব মিলে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৫২ জনের।

কারখানাটির ছয় হাজার কর্মীর মধ্যে বৃহস্পতিবার বিকেলে প্রায় ৪০০ শ্রমিক ওভারটাইম (অতিরিক্ত সময়) কাজ করছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের দাবি, সহস্রাধিক শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর সেখানে আটকা পড়ে শতাধিক শ্রমিক। গেটে তালা থাকায় ভবন থেকে বের হতে না পেরে সেখানেই মৃত্যু হয় শ্রমিকদের।

সূত্র: আর টিভি
এম ইউ/১০ জুলাই ২০২১

Back to top button