খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি, ১০ জুলাই-  খাগড়াছড়ির সিন্দুকছড়ির ছনখোলাপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের (প্রসীত) চার সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- দুর্জয় চাকমা, অংথই মারমা, কংচাই মারমা ও চাইলা মারমা।

ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছে- এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে যায়। তখন তারা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কৌশলে চার সদস্যকে দুটি আগ্নেয়াস্ত্র, ছয়টি মোবাইল ফোন, নগদ টাকা ও চাঁদা আদায়ের বিপুলসংখ্যক রসিদসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button