মেহেরপুর
লকডাউন কার্যকরে মেহেরপুরে তৎপর সেনাবাহিনী
মেহেরপুর, ১০ জুলাই- মেহেরপুরে করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন কার্যকর করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি সেনাবাহিনী প্রশাসনের নির্দেশনায় প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরের দিকে মেহেরপুর পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনা টহল অব্যাহত রাখে বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাস ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মাহিন চৌধুরী বিপুর নেতৃত্বে একটি সেনা টিম।
মেহেরপুর কোর্ট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে সচেতনতা মূলক অভিযান চালানো হয়। এসময় অযথা যারা বাইরে ঘোরাফেরা করছিল, তাদের সতর্ক করে দেওয়া হয়। একই সাথে অযাথা বাইরে না আসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সূত্রঃ বিডি২৪লাইভ
আর আই