নরসিংদী

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ৪৯ জনের করোনা শনাক্ত

নরসিংদী, ১০ জুলাই – নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল) ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮১৭ জনে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৬৬ শতাংশ।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, রায়পুরাতে ৩ জন, বেলাবতে ৫ জন, মনোহরদী ১ জন, শিবপুরে ৯ জন ও পলাশ উপজেলায় ৫ জন রয়েছেন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯২৫ জন, শিবপুরে ৪১৮ জন, পলাশে ৭৪৩ জন, মনোহরদীতে ২৫৯ জন, বেলাবোতে ২২০ জন ও রায়পুরা উপজেলাতে ২৫৩ জন রয়েছেন।

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৩৬০ জন। এর মধ্যে হাসপাতালে রয়েছেন ৩৬ জন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ০৫ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৮ জন, মনোহরদী ০৪ জন ও শিবপুর উপজেলায় ০৭ জন রয়েছেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ জুলাই

Back to top button