সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩৩ জন করোনা শনাক্ত
সিরাজগঞ্জ, ০৯ জুলাই – সিরাজগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণরোধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিদিন সকাল থেকে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি চলছে তল্লাশি কার্যক্রম। এর পরেও সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ।
শুক্রবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ২৪৫ ও জেলার বিভিন্ন হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে আরও ৯২ জনসহ মোট ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৩৩ জনের। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ।
তিনি বলেন, এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তের হার ছিল ৪৩ দশমিক ৫৮ শতাংশ।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ জুলাই