নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৪২
নোয়াখালী, ০৯ জুলাই- নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪২ জনের। ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৩ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ। জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে বেগমগঞ্জে মারা যায় ৫৩ জন, সদরে ২৭ জন, সেনবাগে ২০ জন, কবিরহাট ২৪ জন, চাটখিলে ১৫ জন, সোনাইমুড়ীতে ৮ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন ও সুবর্ণচরে ৪ জন।
ডা. মাসুম ইফতেখার জানান, ১৪২ জন নতুন আক্রান্ত রোগীর মধ্যে সদর উপজেলায় ২১ জন, বেগমগঞ্জে ২১ জন, কোম্পানীগঞ্জে ২৬ জন, কবিরহাটে ১৪ জন, সেনবাগে ৯ জন, সোনাইমুড়ীতে ৭ জন, চাটখিলে ১২ জন, সুবর্ণচরে ১৪ জন ও হাতিয়ায় ২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ০২ শতাংশ।
তিনি আরও জানান, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ৩৯৯ জন। জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৪ জন।
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের শতাধিক চেকপোস্ট বসানো আছে। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মানতে সতর্কতামূলক মাইকিং করছেন স্কাউটের স্বেচ্ছাসেবীরা।
জেলা প্রশাসক ও ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, নৌবাহিনী ও আনসার সদস্যদের নিয়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। লোকজনদের সচেতন করতে জেলার ৯টি উপজেলা ও জেলা সদরে ২২টি মোবাইল টিম কাজ করছে। লকডাউনের গত ৮ দিনে জেলায় ৯৩১টি মামলা দিয়ে ৭ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
সূত্রঃ সমকাল
আর আই