উত্তর আমেরিকা

চীনের ব্যাংকে ডোনাল্ট ট্রাম্পের অ্যাকাউন্ট

ওয়াশিংটন, ২১ অক্টোবর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প স্বীকার করেছেন যে চীনের ব্যাংকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটি পরিচালনা করে এবং ২০১৩ ও ২০১৫ সালে এই অ্যাকাউন্ট থেকে কর দেওয়া হয়েছে। খবর বিবিসির

ট্রাম্পের একজন মুখপাত্র জানিয়েছেন, এশিয়ায় হোটেল ব্যবসায়ের সম্ভাব্য যাচাইয়ের জন্য এই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান চীনে ব্যবসা করছে তাদের সমালোচনা করেছিলেন ট্রাম্প। পরবর্তীতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ব্যাংকে ট্রাম্পের ওই অ্যাকাউন্টে তার ব্যক্তিগত ও কোম্পানির লেনদেনের বিস্তারিত তথ্য রয়েছে।

আরও পড়ুন: প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হলো নিউইয়র্কে

সম্প্রতি নিউইয়র্ক টাইমস ফাঁস করে ট্রাম্পের আয়কর রেকর্ড। তাতে দেখা যায়, দুই বছরে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের ওই চীনের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্থানীয় পর্যায়ে ১ লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার ট্যাক্স দেওয়া হয়েছে।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/২১ অক্টোবর

Back to top button