বিচিত্রতা

ফুচকাপ্রেমী কনে বিয়েতেও পরলেন ফুচকার গহনা!

আমাদের এই উপমহাদেশের অনেক দেশেই ফুচকা বেশ জনপ্রিয় একটি খাবার। রাস্তার পাশে অহরহই এ খাবারটির দোকান চোখে পড়ে বাংলাদেশ ও ভারতে। ফুচকার দোকান মানেই লোকজনের ভিড়। কিন্তু ফুচকা ভালোবেসে কেউ যদি নিজের বিয়েতে এই খাবার দিয়েই গহনা বানিয়ে পরে থাকেন, তা হলে যে কারও দেখে অবাক লাগবে। সম্প্রতি ভারতীয় এক নারী নিজের বিয়েতে সাজের অনুষঙ্গ হিসেবে এর ব্যবহার করে সবাইকে চমকে দিয়েছেন।

ভারতের দক্ষিণী এক বিয়েতে এমন ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, দক্ষিণী এক বিয়ের আসরে কনে সাজের অনুষঙ্গ হিসেবে ফুচকা ব্যবহার করেছেন। ওই তরুণী বিয়ের সাজপোশাক পরে ফুচকার তৈরি মাথার মুকুট এবং গলার মালা পরেছেন। এমনকি তার হাতের সাজেও দেখা যায় ফুচকার অলঙ্কার। কনের প্লেটেও অনেক ফুচকা দেখা গেছে। ভিডিওতে আরও দেখা গেছে, কনে বিয়ের রীতির জন্য বসতেই ঘর থেকে একজন বেরিয়ে কনের মাথায় ফুচকার মুকুট পরিয়ে দেন। এর পরই কনে হাসতে থাকেন।

দক্ষিণী বিয়ের কনের ওই সাজ দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় জোর আলোচনা। কেউ কেউ এমন সাজের প্রশংসা করেছেন। কেউ আবার মেয়েরা কেন এত ফুচকা পছন্দ করে, তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার নিজেদের বিয়েতেও এই ধরনের ফুচকার সাজে সেজে ওঠার কথা জানিয়েছেন।

এন এইচ, ০৯ জুলাই

Back to top button