ফুটবল

ইউরোর ফাইনালে দর্শক ভরা স্টেডিয়াম চায় ইংল্যান্ড

ইউরোর ফাইনালে উঠে ইংল্যান্ড উত্তেজনায় ভাসছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন চাইছে ১১ জুলাই ইতালির বিপক্ষে ফাইনালে যেন পুরো স্টেডিয়ামে দর্শক ভরে যায়। ওয়েম্বলির ধারণ ক্ষমতা ৯০ হাজার। ইংল্যান্ড-ডেনমার্ক সেমিফাইনালে ৬০ হাজার দর্শক ছিলেন। যার ৫০ হাজার ইংলিশ সমর্থক।

আগামী ১৯ জুলাই ইংল্যান্ডের ফ্রিডম ডে, ঠিক তার আট দিন আগে লন্ডনে ইতিহাসের অন্যতম ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। ইংল্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ সেদিন ১৯ জুলাই হতে তুলে নেওয়া হবে। আর এ কারণে ফুটবল সংস্থাও চাইছে ইউরোর ফাইনালে দর্শক উপস্থিতি বাড়িয়ে দিতে। এটা নিয়ে ইংল্যান্ডের সব মহলে আলোচনা চূড়ান্ত হলেও এখন বিষয়টি বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুমতির অপেক্ষায়।

বরিস জনসন তার স্ত্রীসহ ওয়েম্বলিতে ইংল্যান্ড-ডেনমার্ক সেমিফাইনাল দেখেছেন। তবে লন্ডনের স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের অনুমতি প্রয়োজন হবে। ফুটবল সংস্থার দাবি উইম্বলডন টেনিসের সেন্টার কোর্টে ১৫ হাজার, লর্ডসে ক্রিকেট ম্যাচে ৩০ হাজার দর্শক বসার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্টে ১ লাখ ৪০ হাজার দর্শক হাজির হতে পারবে। এই দর্শক নিজ গাড়িতে খেলার স্থানে যেতে পারবেন।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ০৯ জুলাই

Back to top button