মধ্যপ্রাচ্য

সৌদি যুবরাজের বিরুদ্ধে আমেরিকায় মামলা করলেন খাশোগির প্রেমিকা

ওয়াশিংটন ডিসি, ২১ অক্টোবর- তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির বাগ্‌দত্তা হাতিস চেঙ্গিজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির একটি ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা ওই মামলায় চেঙ্গিজ অভিযোগ করেছেন, সালমানের নির্দেশে তার হবু স্বামীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল।

২০১৮ সালের ২ অক্টোবর বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ সংগ্রহে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। বাইরে অপেক্ষায় ছিলেন বাগ্‌দত্তা হাতিস চেঙ্গিজ। কিন্তু ৫৯ বছর বয়সী সাংবাদিককে ফিরে আসতে দেখা যায়নি। তার দেহাবশেষও পাওয়া যায়নি।

এর আগে ইস্তাম্বুলের আদালত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক দুই সহযোগীসহ ২০ জন সৌদি নাগরিকের বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু করে।

তুরস্কের প্রসিকিউটরদের দাবি, সৌদি ডেপুটি ইন্টেলিজেন্স চিফ আহমেদ আল-আসিরি ও রয়্যাল কোর্টের মিডিয়া উপদেষ্টা সৌদ আল-কাহতানি হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন:  তুমুল লড়াই করে ৪ প্রদেশের ২৪ গ্রামে পতাকা উড়াল আজারবাইজান

তবে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, খাশোগি হত্যার আদেশ সৌদি সরকারের ‘সর্বোচ্চ স্তর’ থেকে এসেছে। যদিও সরাসরি যুবরাজকে দায়ি করেননি তিনি। যুবরাজও এ হত্যার আদেশ দেওয়ার কথা অস্বীকার করেন। এও বলেন, দেশের ডি-ফ্যাক্টো নেতা হিসেবে ‘সম্পূর্ণ দায়িত্ব’ বহন করেন।

গত মাসে সৌদি আরবের আদালত জামাল খাশোগি হত্যায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় বাতিল করে পরিবর্তে ২০ বছরের কারাদণ্ড দেয়।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/২১ অক্টোবর

Back to top button