হলিউড

ফের মা হচ্ছেন স্কারলেট জোহানসন

ফের মা হচ্ছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। একাধিক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে পেজ সিক্স।

সব ঠিক থাকলে এটি হবে স্বামী কলিন জোস্টের সঙ্গে ২০১৬ সালে সর্বাধিক আয় করা এ অভিনেত্রীর প্রথম সন্তান।

জানা গেছে, দুজনই সন্তানের ব্যাপারে খুবই উচ্ছ্বসিত।

এন এইচ, ০৯ জুলাই

Back to top button