নাটক

অভিনেত্রী কেয়ার স্বপ্নভঙ্গ

ঢাকা, ০৯ জুলাই – গত দুই বছর ধরে নাটকে নিয়মিত অভিনয় করছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়গুণে দর্শকের কাছে থেকে পেয়েছেন প্রত্যাশাতীত সাড়া। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার স্বপভঙ্গ হয়েছে।

এটি বাস্তবে ঘটেনি। নাটকে অভিনয়ের প্রয়োজনেই এমনটি ঘটেছে। নাটকটির নাম ‘স্বপ্নের নায়িকা’ । রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

এ নাটকের গল্পে দেখা যায়, বস্তির মেয়ে কেয়া পায়েল ছোটবেলা থেকেই সিনেমার নায়িকা হওয়ার বাসনায় দিনাতিপাত করেন। কিন্তু প্রতারণার জালে পড়ে তার সেই নায়িকা হওয়ার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটির গল্প।

এতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘ এই নাটকটিতে যে চরিত্রটিতে অভিনয় করেছি, এটিতে বাস্তবের কিছু প্রতিফলন আছে। আশা করছি দর্শক বেশ আগ্রহ নিয়েই নাটকটি দেখবেন। ’ কেয়া পায়েল জানিয়েছেন আগামী ঈদে তার অভিনীত একগুচ্ছ নাটক টিভি ও অনলাইনে প্রচার হবে।

এন এইচ, ০৯ জুলাই

Back to top button