এনু-রূপনের হাইকোর্টে জামিন মেলেনি
ঢাকা, ২১ অক্টোবর- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুরান ঢাকার গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক ও রূপন ভূঁইয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২১ অক্টোবর) এই আদেশ দেন আদালতের বিচারক।
এনামুল ও রূপনের জামিন প্রশ্নে পৃথক রুলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ দিন ধার্য করেছিলেন।
এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। তার ভাই রূপন একই কমিটির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: আগাম জামিন পেলেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী
গত বছরের ২৩ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক। ওই মামলায় জামিন চেয়ে গত ১৫ জুন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিফল হন এনামুল ও রূপন। পরে গত মাসে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন এনামুল ও রুপন।
প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট এনামুল ও রূপনের জামিন প্রশ্নে রুল দেন।
সূত্র: কালের কন্ঠ
আর/০৮:১৪/২১ অক্টোবর