ময়মনসিংহে এক সপ্তাহে প্রায় ২২ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহ, ০৯ জুলাই- করোনা ভাইরাস সংক্রমণরোধে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও প্রশাসনের কঠোরতার মধ্য দিয়ে প্রথম ৭ দিনের বিধি নিষেধ শেষ হয়ে হয়েছে। কঠোর বিধি নিষেধেন প্রথম দিন থেকেই জেলা শহরের মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে দায়িত্বপালন করতে দেখা গেছে। এ ছাড়াও উপজেলা শহরগুলোর মোড়ে মোড়ে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ দিনে ২৮৯৫ মামলায় ২১ লাখ ৪৩ হাজার ৩২০ জরিমানা আদায় করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
তিনি বলেন, কঠোর বিধি নিষেধের প্রথম দিনে ৫৪৬ মামলায় ৪ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা, দ্বিতীয় দিনে ৩৬৮ মামলায় ২ লাখ ৬৪ হাজার ৭১৫ টাকা, তৃতীয় দিনে ৫৭৩ মামলায় ৩ লাখ ৮০ হাজার ৪৭০ টাকা, চতুর্থ দিনে ৪২৩ মামলায় ৩ লাখ ৮৩ হাজার ৩৪৫ টাকা, ৫ম দিনে ৩৭৯ মামলায় ২ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা, ৬ষ্ঠ দিনে ৩৭১ মামলায় ২ লাখ ৩৩ হাজার ৭৭০ টাকা ও শেষ দিনে ২৩৫ মামলায় ১ লাখ ৮২ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করা হয়।
কঠোর বিধি নিষেধের প্রথম দিন থেকে নগরীতে ২২ জন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এবং উপজেলায় জেলা প্রশাসনের চারজন নির্বাহী কর্মকর্তা, ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করছেন বলেও জানান তিনি।
সূত্রঃ বিডি২৪লাইভ
আর আই