ইউরোপ

ব্রিটেনে আরও ৩৫ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ৩২ হাজার

লন্ডন, ০৯ জুলাই – ব্রিটেনে করোনায় বৃহস্পতিবার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২,৫৫১ জন। যা গত ২৩ জানুয়ারির পর সর্বাধিক। গতকাল বুধবার ছিলো ৩২,৫৪৮ জন, মঙ্গলবার ছিলো ২৮,৭৭৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ২২ হাজার ৮৯৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬৩৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩৫ জনের। বুধবার ছিলো ৩৩ জন, মঙ্গলবার ছিলো ৩৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩৩৬ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ১ হাজার ৪৪৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৭৭৯ জন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৯ জুলাই

Back to top button