জাতীয়

প্রধানমন্ত্রীর আম উপহার পেয়ে আপ্লুত মমতা ব্যানার্জি

ঢাকা, ০৮ জুলাই – বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের আম পেয়ে আপ্লুত হয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান। ইমরুল জানান, আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠিতে এসব কথা বলেন মমতা।

চিঠিতে মমতা লিখেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৮ জুলাই ২০২১

Back to top button