নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৩ জনের করোনা শনাক্ত
নারায়ণগঞ্জ , ০৮ জুলাই – নারায়ণগঞ্জে বিগত দিনের সকল রেকর্ড ভেঙে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন একজন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৭.১৭ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, এটা এ্যালার্মিং। সবাইকে এখনি সচেতন না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪৬টি। এ নিয়ে জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৯৭৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৮ জন।
নতুন শনাক্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১১৭ জন, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দরে ১০, রুপগঞ্জে ১৪, সদরে ৪৪ ও সোনারগাঁওয়ে ৩৯ জন রয়েছেন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও ২৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৩১ জন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৮ জুলাই