তানভীর ও তাইফার ‘ভালবাসার দ্বিতীয় অধ্যায়’
ঢাকা, ০৮ জুলাই – এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান রাশেদ। পড়াশোনা শেষ করে তার সময় কাটে এলাকার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। একদিন তাদের এলাকায় আসে শীলা। প্রথম দেখাতেই শীলাকে ভালো লাগে রাশেদের। কিন্তু শীলা ভালোবাসে রাজকে। রাশেদ জানে না শীলার ভালোবাসার কথা।
রাশেদ নানাভাবে চেষ্টা করে শীলা ও তার পরিবারের সামনে হিরো সাজতে। কিন্তু প্রতিবার সে এমন কিছু করে বসে যা উল্টো ফল বয়ে আনে। সে হয়ে যায় জিরো। শীলা বুঝতে পারে রাশেদ তাকে পছন্দ করে এবং বিভিন্ন সময়ে তার সুযোগ নেয়। সে হাসিঠাট্টা করে রাশেদকে নিয়ে। এক সময় শীলা ও রাজ পরিকল্পনা করে বিয়ে করার।
কিন্তু বিয়ের আগেই শীলার জীবনে নেমে আসে একটি বিপর্যয়। এই বিপদের মুহূর্তে শীলাকে ছেড়ে চলে যায় রাজ, কিন্তু পাশে থাকে রাশেদ। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালবাসার দ্বিতীয় অধ্যায়’। শাহেদ শরীফের রচনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও তাইফা। আরও আছেন এস এম জনি, শিকদার মুকিদ, সানিসহ অনেকে।
নির্মাতা জানান, ‘ভালবাসার দ্বিতীয় অধ্যায়’ প্রচার হবে আগামী শনিবার রাত ৮টায় আরটিভিতে।
এন এইচ, ০৮ জুলাই