ক্রিকেট

তাসকিন-মাহমুদউল্লাহর সঙ্গে বাকবিতণ্ডা জিম্বাবুয়ে পেসারদের

হারারে, ০৮ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। হাতে মাত্র দুই উইকেট থাকায় দ্রুত রান তাড়ায় মরিয়া টাইগাররা। তবে ম্যাচের শুরুতে তাসকিন ও মাহমুদউল্লাহর সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়েছে জিম্বাবুয়ের পেসাররা। শুরুটা করেছেন জিম্বাবুয়ের তরুণ পেসার ব্লেসিং মুজুরাবানি। তার বল মোকাবেলায় করে নাচের মতো করে দেখান তাসকিন। এতেই রেগে গিয়ে তাসকিনের সঙ্গে অযথাই আগ্রাসন দেখানর চেষ্টা করেন মুজুরাবানি। পরে তার জবাব দিতেই হয়তো আরেক পেসার ভিক্টর নিয়ুচিকে দুইবার বোলিং করা থেকেই থামিয়ে দেন মাহমুদউল্লাহ।

দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের কথার মতোই উইকেট ধরে রেখে রানের চাকা সচল রাখেন দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ। দিনের দ্বিতীয় ওভারেই দলের সংগ্রহ ৩০০ পেরোনোর পর জ্বলমলে ব্যাট চালান এই যুগল। একের পর এক বাউন্ডারিতে জিম্বাবুয়ের পেসারদের দিশেহারা করে তোলেন তারা। ৩৩৯ রানের মাথায় ৩২ রানে জীবন পান তাসকিন আহমেদ। এই জুটি ভাঙার সুযোগ থাকলেও ব্যর্থ হয় স্বাগতিকরা।

ইতিমধ্যে ক্যারিয়ারের সেরা ইনিংসে এগিয়ে যাচ্ছেন তাসকিন। অন্যপ্রান্তে থেকে দলকে দারুণভাবে বড় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন ১৬ মাস পর টেস্ট দলে ফেরান মাহমুদউল্লাহ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ : ৩৬৪/৮ (৯৭ওভার) তাসকিন ৪২*, মাহমুদউল্লাহ ৮৯*।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৮ জুলাই

Back to top button