ফুটবল

গুঞ্জন সত্যি করে পিএসজিতে রামোস

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হয়েছে আগেই। বাকি ছিল নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে সেই কথা। অবশেষে সেটাও নিশ্চিত হওয়া গেল। কোনো ট্রান্সফার ফি ছাড়াই দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যোগ দিয়েছেন সের্হেও রামোস। আজ বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পিএসজির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

রামোসের ভাই রেনে রামোস তার এজেন্ট হিসেবে কাজ করেন। আরএমসি আরও জানিয়েছে, চুক্তির বিষয়ে আলোচনা করতে রেনেকে ডেকে পাঠিয়েছিল পিএসজি। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ফরাসি জায়ান্টদের নেতৃত্ব দিবেন তিনি।

২০০৫ সালে স্বদেশি ক্লাব সেভিয়া থেকে রামোসকে দলে টেনেছিল রিয়াল। তাকে পেতে তাদেরকে খরচ করতে হয়েছিল ২ কোটি ৭০ লাখ ইউরো। এরপর দেড় দশকেরও বেশি সময়ে রিয়ালের হয়ে সবমিলিয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করেন তিনি। সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বিদায়ের পর থেকে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।

রিয়ালের হয়ে পাঁচটি স্প্যানিশ লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২২টি শিরোপা জেতেন রামোস। ক্লাবটির হয়ে তার ব্যক্তিগত অর্জনের ঝুলিও ভীষণ ভারী। তিনি পাঁচবার জেতেন লা লিগার মৌসুমের সেরা ডিফেন্ডারের পুরস্কার।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৮ জুলাই

Back to top button