নোয়াখালী

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু ; শনাক্ত ১৬৮

নোয়াখালী, ০৮ জুলাই- নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫২৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৬১ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাতে চাটখিলে একজনের  মৃত্যু হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৯ জনের।

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৪০ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ১৪ জন, সেনবাগে ১৩ জন, কোম্পানীগঞ্জে ২১ জন ও কবিরহাটে ১৪ জন রয়েছেন।

এ দিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫০ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

সূত্রঃ সমকাল
আর আই

Back to top button