ক্রিকেট
মাহমুদউল্লাহ দেখালেন কী মিস করছিল বাংলাদেশ
হারারে, ০৮ জুলাই – গত বছর বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে নিজের ৪৯তম টেস্ট খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু নিজের ৫০তম টেস্ট খেলতে অপেক্ষা করেছেন দীর্ঘ ১৬ মাস।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সাফল্য না পাওয়ায় টেস্ট দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় তাকে। অথচ সেই মাহমুদউল্লাহই জিম্বাবুয়ের বিপক্ষে দলকে খাঁদ থেকে টেনে তুলেছেন। করেছেন নিজের ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক। তার ব্যাটে চড়ে বাংলাদেশ ছুটছে দুর্বার গতিতে।
আগেরদিন ৫৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। আজ দিনের ১৭ ও ইনিংসের ১০০তম ওভারে পরপর জোড়া বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। দলকে বিপদ থেকে উদ্ধার করা ইনিংসে সেঞ্চুরি করতে খেলেছেন ১৯৫ বল। যেখানে ছিল ১১ চার ও ১ ছয়ের মার।
সূত্র : সমকাল
এন এইচ, ০৮ জুলাই