সিলেট

‌সিলেটে করোনা শনাক্তের নতুন রেকর্ড, শনাক্তের হার ৪০.১৪ শতাংশ

সিলেট, ০৮ জুলাই – সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ৬ জুলাই বিভাগে সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৩৬ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার ল্যাবে ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ১৪ শতাংশ।

এর মধ্যে সিলেট জেলায় ৫২৬ জনের নমুনা শনাক্তে ২৫৬ জনের পজিটিভ আসে, শনাক্তের হার ৪৮ দশমিক ৬৭ শতাংশ; সুনামগঞ্জে ৭৭ জনের মধ্যে ১৬ জনের পজিটিভ আসে, শনাক্তের হার ২০ দশমিক ৭৮ শতাংশ। হবিগঞ্জে ১৫৪ জনের মধ্যে ৫১ জনের পজিটিভ আসে, শনাক্তের হার ৩৩ দশমিক ১২ শতাংশ এবং মৌলভীবাজারের ২১২ নমুনার মধ্যে ৬৬ নমুনা পজিটিভ আসে, সেখানে শনাক্তের হার ৩১ দশমিক ১৩ শতাংশ।

এ বিভাগে এখন পর্যন্ত ২৮ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন। আর মারা গেছেন ৫০৫ জন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৮ জুলাই

Back to top button