টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

টাঙ্গাইল, ০৮ জুলাই- টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় এক দিনে আরও ২৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর চার জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩২ শতাংশ।

সূত্রঃ এনটিভি

আর আই

Back to top button