ফরিদপুর

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৮৭ জনের করোনা শনাক্ত

ফরিদপুর, ০৮ জুলাই – রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ১৫৮টি নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচানায় শনাক্তের হার ৫৫ দশমিক ০৬ শতাংশ। মোট শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার নয় জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৯২ জন। আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এ পযর্ন্ত মারা গেছেন ৪৭ জন।

সূত্র : দ্য ডেইলি স্টার
এন এইচ, ০৮ জুলাই

Back to top button