ময়মনসিংহ

চিকিৎসককে মারধর : সেই যুবলীগ নেতা বহিষ্কার

ময়মনসিংহ, ০৮ জুলাই – ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে মাহবুবুল আলম মনিকে। বৃহস্পতিবার দুপুরে জেলা যুবলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের অবহিত করে।

জেলা যুবলীগ আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও যুগ্ম আহ্বায়করা বিবৃতিতে স্বাক্ষর করেন।

এ ব্যাপারে আজহারুল ইসলাম বলেন, সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে মাহবুবুল হকসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল কর্মকর্তা ডা. এ এইচ এম সালেকিন মামুনের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও বিভিন্ন হুমকি দেন। এরপর সবাই মিলে ওই চিকিৎসককে মারধর করেন।

এ ঘটনায় ওইদিন মাহবুবুল হক মনিকে আসামি করে ডা. এ এইচ এম সালেকিন বাদী হয়ে মামলা করেন। ওইদিন রাতেই যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বুধবার সকালে মাহবুবুল হক মনির আরও চার সহযোগী কামরুজ্জামান (৩৫), জুয়েল (২৭), রানা দে (২৬), শরীফকেও (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলাাদেশ জার্নাল
এন এইচ, ০৮ জুলাই

Back to top button