ইউসুফ থেকে দিলীপ হওয়ার কারণ জানিয়েছিলেন দিলীপ কুমার
মুম্বাই, ০৮ জুলাই- পেশোয়ার থেকে বলিউডের সফরটা সহজ ছিল না দিলীপ কুমারের। বলিউডে নাম বদলে অভিনয় করতে হয়েছিল তাঁকে। কেন নাম বদল করতে হয়েছিল তার কারণও জানিয়েছিলেন অভিনেতা। বাবা পছন্দ করতেন না অভিনয় করা। বাবার মারের ভয়েই শেষ পর্যন্ত নিজের নাম বদলে অভিনয় করতে শুরু করেন ইউসুফ খান।
বাবার থেকে বাঁচতেই নাম বদল
অভিনয় করা পছন্দ করতেন না বাবা। তাই বাবার ভয়েই ইউসুভ হয়েছিলেন দিলীপ। নিজেই সেকথা জানিয়েছিলেন অভিনেতা। বলিউডের কেউ জানতেনই না তিনি ইউসুফ আলি খান। অর্থাৎ বলিউডের তিন খানের আগেও এক খান রাজত্ব করেছেন। সেটা প্রকাশ্যে আসেনি কেবল মাত্র তাঁর নাম বদলের জন্য।
পেশোয়ার থেকে বলিউড
বর্তমানে পাকিস্তানের পেশোয়ারে জন্মে ছিলেন দিলীপ কুমার বা মহম্মদ ইউসুফ খান। ১১ ডিসেম্বর ১৯২২-এ জন্মগ্রহন করেন তিনি। ফল বিক্রেতা লালা গুলাম সরওয়ারের সন্তান ছিলেন তিনি। ১২ ভাইয়ের একজন দিলীপ ছিলেন অন্যরকমের মানুষ। নাসিকেও দীলিপ কুমারের বাবার ফলের বাগান ছিল। সেকারণে নাসিকেই পড়াশোনা করেছিলেন তিনি।
সিনেমা পছন্দ করতে না বাবা
ফল বিক্রেতা গুলাম সরওয়ার পছন্দ করতেন না ছেলেরা সিনেমা দেখুক বা সিনেমা সঙ্গে তাঁদের কোনওসম্পর্ক থাকুক। সিনেমার ঘোর বিরোধী ছিলেন তিনি। তবে তাঁর বাবার পরম বন্ধু ছিলেন পৃথ্বিরাজ কাপুরের বাবা দিওয়ান বিশ্বেশ্বর নাথ। পৃথ্বীরাজ কাপুরের অভিনয় করেন জেনে বিশ্বেশ্বরনাথকে অনেকবার ভর্ৎসনাও করেছিলেন দিলীপ কুমারের বাবা। তাঁর ছেলেও যে সেপথে পা বাড়াবেন সেকথা বুঝতে পারেননি তখন।
ছেলের প্রতিভা স্বীকার করেছিলেন
১৯৪৪ সালে প্রথম বলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন দিলীপ কুমার। তবে ১৯৫৫ থেকে পিক নেয় তার কেরিয়ার। একের পর এক হিট ছবি, দেবদাস, আজাদ, নেয়া দৌড়, মধুমতি, কোহিনুর, মুঘল এ আজম, গঙ্গা যমুনার মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রায় কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন দিলীপ কুমার। অমিতভা বচ্চনের সঙ্গেও অভিনয় করেছেন তিনি।
সূত্রঃ One India
আর আই