বগুড়ায় করোনা এবং উপসর্গে মৃত্যু ১২ জনের, শনাক্ত ১৭২
বগুড়া, ০৮ জুলাই- বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা এবং করোনার উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন করোনায় এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে ১৭২জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় সুস্থ হয়েছে ৯৪জন। বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান। করোনায় মারা যায়া ৪জনের মধ্যে বগুড়ার ৩জন এবং বাকি একজন অন্য জেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তিরা বগুড়ার শিবগঞ্জের মেহেরুন্নেসা (৬২) ও আবু বকর (৭৯), জয়পুরহাটের রাবেয়া (৭৫) এবং বগুড়া সদরের আঃ জলিল (৮৫)। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮জনের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ৫জনের মৃত্যু হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় ৫৭৩ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে ১৭২জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ১৭২জনের মধ্যে সদরের ১০৬জন, শেরপুরে ২০জন, শাজাহানপুরে ১৩জন, আদমদীঘিতে ১১জন, শিবগঞ্জে ৮জন, দুপচাঁচিয়ায় ৪জন, কাহালুতে ৩জন, গাবতলীতে ২জন, সারিয়াকান্দিতে ২জন, ধুনটে ২জন এবং সোনাতলায় একজন নতুন করে আক্রান্ত হয়েছেন।
ডাঃ তুহিন আরো বলেন, এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২৫৭জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩হাজার ২৫০জন। মোট মৃত্যু হয়েছে ৪৪৬জনের। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৫৬১জন।
সূত্রঃ বিডি২৪লাইভ
আর আই