খুলনা
সাবেক এমপি ভাষাসৈনিক নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন
খুলনা, ২১ অক্টোবর- খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দাদু ভাই ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: বিবস্ত্র করে নারী নির্যাতন : দেলোয়ার ৭ দিনের রিমান্ডে
এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুনের ৬ ছেলে ও ১ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।
সূত্রঃ যুগান্তর
আডি/ ২১ অক্টোবর