মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে

মুন্সীগঞ্জ, ০৮ জুলাই – চলমান লকডাউনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। ঈদের আগে লকডাউন শেষ হবে এ আশঙ্কায় ঢাকা ছেড়ে বাড়ি ছুটছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে এ দৃশ্য দেখা যায় ফেরি ঘাট এলাকায়।

জানা গেছে, এই কয়দিন যানবাহনের অপেক্ষায় ছিল ফেরি। কিন্তু আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর থেকে ঢাকা থেকে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে করে ঘাটে আসছেন। এ সময় শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

শিমুলিয়া ঘাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেল মোশাররফ জানান, প্রায় তিনদিন পার্কিং ইয়ার্ডগুলো ফাঁকা ছিল। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর থেকে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। ঘাটে এখন ছোট-বড় দুই শতাধিক যানবাহন পদ্মা পারাপারের অপেক্ষায় রয়েছে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/০৮ জুলাই

Back to top button