হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন কবীর সুমন
কলকাতা, ০৮ জুলাই – খ্যাতিমান সঙ্গীতশিল্পী কবীর সুমন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাড়ি ফিরলেন তিনি। আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন জাতিস্মর খ্যাত শিল্পী।
শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি ছিলেন তিনি। বাড়ি ফেরার খবর ফেসবুকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই সঙ্গীত শিল্পী।
কবীর সুমন জানিয়েছেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’
বলে রাখা ভালো, কবীর সুমন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
এতোদিন উডবার্ন ওয়ার্ডের কেবিনে বসে হেলথ আপডেট দিয়েছেন কবীর সুমন নিজেই। পাশাপাশি অশেষ ধন্যবাদ জানিয়েছিলেন রাজ্য সরকার এবং সরকারি হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের। এছাড়া হাসপাতালে ভর্তি থাকাকালীনই ফেসবুক লাইভে এসেছিলেন গায়ক। এ সময় কথা বলেছিলেন অনুরাগীদের সঙ্গে।
এস সি/০৮ জুলাই