সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত চালক

সিরাজগঞ্জ, ০৮ জুলাই- সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে একটি ট্রাক পেছন থেকে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়ায় কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন হেলপার।

বুধবার (৭ জুলাই) মধ্য রাতে বঙ্গবন্ধু সেতুর ১১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত চালক শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবুল প্রামাণিকের ছেলে কাজেম আলী (৫০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় চালক ও হেলপারকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চালক মারা যান। হেলপারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়ায় স্থানান্তর করেন চিকিৎসক।

সূত্রঃ আরটিভি

আর আই

Back to top button