হবিগঞ্জ

হবিগঞ্জে বাড়ছে করোনা আক্রান্ত, নতুন আক্রান্ত ৫১

হবিগঞ্জ, ০৮ জুলাই – হবিগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলার গ্রামাঞ্চলে জ্বর ও সর্দির প্রকোপ দেখা দিয়েছে। যদিও গ্রামের লোকেরা পরীক্ষা করাতে নারাজ।

সর্বশেষ বুধবার (৭ জুলাই) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, ১৫৪ টি নমুনা পরীক্ষায় নতুন ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে হবিগঞ্জে সদরে ২৫ জন, চুনারুঘাটে ৪ জন, লাখাইয়ে ২জন, নবীগঞ্জে ৫ জন, বানিয়াচংয়ে ৬ জন, বাহুবলে ৪ জন ও মাধবপুরে ৫জন। শনাক্তের হার ৩৩.১ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩০০২ জন। এরমধ্যে ২১১৮ জন সুস্থ হয়েছেন। করোনায় মারা গেছেন ২২ জন।

জানা গেছে, জেলার পাহাড়ি এলাকায় আক্রান্তের সংখ্যা কম। তবে গ্রামে গ্রামে করোনার উপসর্গ সর্দি ও জ্বরে লোকজন আক্রান্ত হচ্ছেন। স্থানীয় ডাক্তারের মাধ্যমে ওষুধ সেবন করছেন স্থানীয়রা।

এদিকে বিধি নিষেধ কার্যকরে প্রতিদিনই জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যবিধি ও নিষেধ অমান্য করার কারণে পথচারী, ব্যবসায়ী, চালক, যাত্রীদেরকে জরিমানা করা হচ্ছে। তবুও লোকজনকে ঘরে রাখা যাচ্ছে না।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৮ জুলাই

Back to top button