চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রেকর্ড ৭১৩ জন

ঢাকা, ০৮ জুলাই-চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন, এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দুই হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ৯ করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার সাতজন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর পাঁচজন, আনোয়ারার ছয়জন, চন্দনাইশের ১৩ জন, বোয়ালখালীর ১৪ জন, রাঙ্গুনিয়ার ৯ জন, রাউজানের ২৭ জন, ফটিকছড়িতে ২০ জন, হাটহাজারীর ৫৮ জন, সীতাকুণ্ডের ৩৩ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের ১৫ জন রয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯১৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৮ হাজার ৭৭২ জন। আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ১৪১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। মারা যাওয়া দুইজন নগরের বাসিন্দা। বাকি সাতজন নগরীর বাইরের বাসিন্দা। গতকাল বুধবার (৭ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬১১ জন। মারা গিয়েছিল চারজন। মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিল ৬৬২ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও নয় জন।

সূত্রঃ বিডি২৪লাইভ

আর আই

Back to top button