যশোর
যশোরে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু
যশোর, ০৮ জুলাই – যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (০৭ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ১৫৫ জন ও ইয়েলো জোনে ৮৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। এক হাজার ২০ জনের নমুনা পরিক্ষা করে ৩৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর সদরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২০৩ জন, এছাড়া কেশবপুরে ২৬ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ৫২ জন, মনিরামপুরে ২৭ জন, বাঘারপাড়ায় ১২ জন, শার্শায় ১৯ জন এবং চৌগাছায় চারজন। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১৭০ জন।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এম এউ, ০৮ জুলাই