চট্টগ্রাম

কঠোর লকডাউনে চট্টগ্রামে ৪৭ মামলা, আটক ৭৫ গাড়ি

চট্টগ্রাম, ০৮ জুলাই – লকাডাউনের ৭ম দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায় করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর চান্দগাঁও, খুলশী, বায়েজিদ, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, জিইসি ও কোতোয়ালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৭ টি মামলা দায়ের করে ১৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪ মামলায় ১ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। নগরের খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা ও আশরাফুল হাসান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা ৬ মামলায় ১ হাজার ১শ’ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ২ মামলায় ৮শ’ টাকা জরিমানা আদায় করেন।

এদিকে নগরের আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা ও কাজী তাহমিনা সারমিন। এসময় যথাক্রমে ৬ মামলায় ২ হাজার ৭শ’ টাকা ও ৭ মামলায় ১ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন। তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরের চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১২ মামলায় ২ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ মামলায় ১ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ নগরের জিইসি এলাকায় অভিযান চালিয়ে ৫ মামলায় ১ হাজার ৮শ’ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন নগরের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৪ মামলায় ১ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে চট্টগ্রাম জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, বিধিনিষেধ অমান্য করে যানবাহন বের করায় চট্টগ্রাম নগরীতে ৭৫ টি গাড়ি আটক করা হয়েছে। পাশাপাশি ১৫৮ টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম জানান, যারাই অকারণে যানবাহন নিয়ে সড়কে বের হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তবে জরুরি প্রয়োজনের আওয়াতাধীন যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে। আমরা অনুরোধ করছি করোনার সংক্রমণ ঠেকাতে অহেতুক সড়কে গাড়ি নিয়ে বের হবেন না। আটক গাড়ির মধ্যে বাস,সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেল রয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৮ জুলাই

Back to top button