জামালপুর

জামালপুরে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৪

জামালপুর, ০৭ জুলাই – জামালপুরে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৮০ জনের। এ নিয়ে জেলায় মৃত্যু ৫৫ জনে এবং শনাক্ত ৩ হাজার ২১৮ জনে দাঁড়ালো।

বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন ।

মৃত ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার মজিবুর রহমান (৮০), সদরের মুক্তিযোদ্ধা আব্দুর রউফ( ৯০), আব্দুল মোতালেব (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার ৭৫ বছর বয়সি মোজাম্মেল হক।

জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩১১ টি নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৭২ শতাংশ।

এদিকে একদিনে ২৫ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৯ জন।

নতুন শনাক্ত ৮০ জনের মধ্যে জামালপুর সদর উপজেলায় রয়েছেন ৪২ জন, মেলান্দহ উপজেলায় ২ জন, মাদারগঞ্জ উপজেলায় ৯ জন, ইসলামপুর উপজেলায় ২ জন, সরিষাবাড়ী উপজেলায় ৯ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ৪ জন ও বকশীগঞ্জ উপজেলায় ১২ জন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় এ পর্যন্ত ২৬ হাজার ৭৮৯ টি নমুনার বিপরীতে ৩২১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ছে। লোকজন স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলে আক্রান্তের হার বাড়বেই।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৭ জুলাই

Back to top button