ক্রিকেট

মুমিনুলের ফিফটির পর হাল ধরেছেন লিটন-মাহমুদউল্লাহ

হারারে, ০৭ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার ব্যাটসম্যানদের। প্রথম সেশনে ব্যাট হাতে বেশি একটা সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। দ্বিতীয় সেশনটা অপেক্ষাকৃত ভালো কাটেছে বাংলাদেশের। রান তুলেছে ৯৭।

তবে দ্বিতীয় সেশনে টানা দুই ওভারে ২ অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম আর সাকিব আল হাসান আউট হন। পরে হাফসেঞ্চুরিয়ান মুমিনুলও সাজঘরে ফিরেছেন। তারপর বিপদে পড়ে যায় বাংলাদেশ। আর ঠিক তখনি হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ আর লিটন দাস। লিটন ব্যাট করছেন ৬৭ রানে আর রিয়াদ ৩৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২২৯ (৬৬ ওভার) ব্যাটিং: লিটন ৬৭ মাহামুদুল্লাহ ৩৫। আউট: সাইফ ০, শান্ত ২, সাদমান ২৩, মুশফিকুর রহিম ১১, সাকিব আল হাসান ৩, মুমিনুল ৭০।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৭ জুলাই

Back to top button