চাঁদপুর

ফাঁকা মাঠে গোল বিএইচএম কবির আহমেদ’র

চাঁদপুর, ২১ অক্টোবর- চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ফাঁকা মাঠে গোল দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএইচএম কবির আহমেদ। মঙ্গলবার এই উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে একমাত্র এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যস্ত সময় কাটান। ভোটগ্রহণ শেষে রাতে ভোট গণনা করে বেসরকারিভাবে বিএইচএম কবির আহমেদকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হোসেন।

এ নির্বাচনে নৌকা প্রতীকের এই প্রার্থী এক লাখ ৪ হাজার ৪২৭ ভোট এবং দুই দিন আগে ভোট বর্জনকারী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের আব্দুস শুক্কুর পাটোয়ারী পান ২ হাজার ৮১০ ভোট। ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার ছিলেন এক লাখ ৭৩ হাজার ১৮১ জন।

গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযোদ্ধা এইচএম গিয়াসউদ্দিন। তারপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরবর্তীতে তফসিল ঘোষণা করা হলে এতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ থেকে মনোনীত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ এবং বিএনপি থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস শুক্কুর পাটোয়ারী। কিন্তু ভোটগ্রহণের মাত্র দুই দিন আগে এই নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান প্রার্থী।

আরও পড়ুন: চাঁদপুরে গৃহবধূ রিয়ামনির রহস্যজনক মৃত্যু

তার অভিযোগ ভোটের মাঠে তার প্রচারনায় বাধা হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। বিএনপির প্রার্থীকে অশ্রাব্য ভাষায় গালমন্দ, হুমকি ধমকি এমনকি মামলার ভয় দেখানো হয়। এসব অভিযোগ তুলে ভোট থেকে নিজকে গুটিয়ে নেন, বিএনপির আব্দুস শুক্কুর পাটোয়ারী।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন লাভের পর ভোটের মাঠে দেখা যায়নি এই প্রার্থীকে। শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অসুস্থার ছবি পোস্ট করেন আব্দুস শুক্কুর পাটোয়ারী।

এদিকে, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নবনির্বাচিত বিএইচএম কবির আহমেদকে অভিনন্দন জানিয়েছেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, এবং আওয়ামী লীগ নেতা ইশফাক আহসান, কেন্দ্রীয় ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সহসসম্পাদক আনফাল সরকার পমন।

সূত্র : কালের কণ্ঠ
এম এন / ২১ অক্টোবর

Back to top button