সংগীত

ঈদের আনন্দ বাড়াতে কর্ণিয়া-আলভি নিয়ে আসছেন ‘দেখলে তোরে’

ঢাকা, ০৭ জুলাই – ‘দেখলে তোরে’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। সঙ্গে আছেন আলভি। দুজন কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতও করেছেন আলভি।

গানের কথা লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর করেছেন ইয়াছিন হোসেন নিরু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ।

কণ্ঠশিল্পী কর্ণিয়া বলেন, ‘ঈদের আনন্দ বাড়িতে তুলতে নতুন গান প্রকাশ করছি। একেবারেই ড্যান্স নম্বর বলতে যা বোঝায়, এটি তেমন একটি গান। শুনলে নাচতে ইচ্ছে করবে। লকডাউনের আগে আমরা দুদিনের প্রস্তুতিতেই মিউজিক ভিডিওর কাজ শেষ করেছি। সব পরিশ্রম স্বার্থক হবে, যদি গানটি ভক্ত-দর্শকের ভালো লাগে।’

আলভির সঙ্গে কাজ প্রসঙ্গে কর্ণিয়া আরও বলেন, ‘আলভি এখনও সেভাবে সর্বমহলে পরিচিত হয়নি ঠিকই, কিন্তু সে তরুণ প্রজন্মের মধ্যে খুব মেধাবী একজন মিউজিশিয়ান। নাটকের গানে দারুণ ব্যস্ত। তরুণ শিল্পী শেখ সাদীর বেশির ভাগ গানই তার কম্পোজিশন করা।’

‘দেখলে তোরে’ গানের মিউজিক ভিডিও আসছে পবিত্র ঈদুল আজহায় কর্ণিয়ার ইউটিউব চ্যানেলে।

কর্ণিয়া ২০১২ সালে একটি বেসরকারি টেলিভিশনের গানভিত্তিক শো ‘পাওয়ার ভয়েস’-এ অংশগ্রহণ করে রানার্সআপ হন। সেই থেকে প্রচারের আলোয় তিনি। অনেক মিক্স অ্যালবামে প্রকাশিত হয়েছে তাঁর গান। বেশ কিছু চলচ্চিত্রেও গেয়েছেন। নিয়মিত স্টেজ শোও করে চলেছেন এ রূপসী গায়িকা

এস সি/০৭ জুলাই

 

Back to top button