টাঙ্গাইল

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

টাঙ্গাইল, ০৭ জুলাই – টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে দুইজন মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে ২৭৭ জন করোনা পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় ১১৮, কালিহাতীতে ৩৯, ঘাটাইলে ২৬, সখিপুরে ২২, দেলদুয়ারে ১৮, গোপালপুরে ১৭, মধুপুরে ১৩, নাগরপুরে ১০, বাসাইলে ৭, ভূয়াপুরে ৫, মির্জাপুর ও ধনবাড়িতে রয়েছেন একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৩২১ জন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৭ জুলাই

Back to top button