জাতীয়

পোল্যান্ডে রাষ্ট্রদূত হচ্ছেন সুলতানা লায়লা হোসেন

ঢাকা, ২১ অক্টোবর- সরকার মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে পোল্যান্ডে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সুলতানা লায়লা বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১১তম ব্যাচের একজন পেশাদার ফরেন সার্ভিস কর্মকর্তা। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নয়াদিল্লি ও ইয়াঙ্গুনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল জেনারেল ছিলেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন অনুবিভাগে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর এখন বিশ্রাম প্রয়োজন : ডা. জাফরুল্লাহ

সুলতানা লায়লা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

সূত্র : কালের কণ্ঠ
এম এন / ২১ অক্টোবর

Back to top button