সংগীত

অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস: মেয়েটি বলছে, নোবেল তার হবু বর

ঢাকা, ০৭ জুলাই – প্রথমে আলোচিত ও প্রশংসিত। সেটা ভালো গায়কীর জন্য। পরে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে ‘নিন্দিত’ হয়ে আসছেন সারেমাগাপা থেকে উঠে আসা গায়ক মইনুল আহসান নোবেল। তাকে নিয়ে বিতর্ক যেনো থামছেই না। নতুন নতুন বিতর্কের জন্ম দেন তিনি।

সম্প্রতি নোবেল বাবা হওয়ার ইস্যু সামনে এনে নিউজে আসেন। তিনি বাবা হচ্ছেন বলে জানালে তার স্ত্রী সালসাবিল সেটা নাকচ করে দেন।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মেয়ে দাবি করছেন, নোবেল ও তিনি শিগগিরই বিয়ে করতে চলেছেন। ফেসবুকে মিলা চৌধুরী নামে অ্যাকাউন্ট থেকে নোবেলের সঙ্গে অন্তরঙ্গ কয়েকটি ছবি পোস্ট করেন ওই নারী। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে বুঝি পরিচয় পেতে চলছে তোমার আমার দীর্ঘ পথচলা দেড় বছর রিলেশনের পর আজ। সে দিবস, সে বিয়েতে রাজি। সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। ছবি আমার আর আমার হবু স্বামী নোবেলের অনুমতি ক্রমেই দেয়া।’

নোবেলের সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো পোস্ট করা মাত্রই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রীতিমতো তা এখন ভাইরাল!

ঘটনাটির সত্যতা জানতে নোবেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে নোবেলের বর্তমান স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে প্রথম শুনলাম বিষয়টি। নোবেলের সম্পর্ক সম্পর্কে সত্যি আমি অবগত নই। এর বেশি এই বিষয়ে আমার জানা নেই।’

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন মঈনুল আহসান নোবেল। তবে তারা এখন আলাদা থাকছেন কিন্তু বিচ্ছেদ হয়নি।

এন এইচ, ০৭ জুলাই

Back to top button